স্যার’ না বলে ‘আপা’ বলায় ইউএনও এর নির্দেশে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে পুলিশ

স্যার’ না বলে ‘আপা’ বলায় ইউএনও এর নির্দেশে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে পুলিশ
স্যার’ না বলে ‘আপা’ বলায় ইউএনও এর নির্দেশে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে পুলিশ।❗️ইউএনও কে স্যার না বলে আপা ডাকা কি অপরাধ? মহিলাদের কেও কি স্যার বলে? ২/৩ বছরে বিসিএস গাইড এ কি ভদ্রতা শিখানো হয়নি? জনগণের চাকরাণীকে আপা না বলে সবাই ভাই বলে ডাকুন।সকল ইউএনও মহিলাদের একটি বেজ পরিধান করিয়ে দিন যাতে লেখা থাকবে মাফিয়া স্যার।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লাকে ‘স্যার’ না বলে ‘আপা’ বলায় ইউএনও এর নির্দেশে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে পুলিশ। পেশায় তিনি একজন স্বর্ণকার। জায়গীর বাজারে তার দোকান রয়েছে। গ্রাহকের চাপের মুখে পড়ে ওই সময় দোকান খোলার অপরাধে ইউএনও তাকেসহ গ্রাহককেও জরিমানা করেন। এ সময় তিনি স্যার না বলে ক্ষমা চেয়ে আপা বললে ইউএনও ক্ষিপ্ত হয়ে উঠলে কেন আপা বললি বলেই পুলিশ লাঠি দিয়ে তার শরীরে আঘাত করতে থাকে।
বেশীর ভাগ বিসিএস কর্মকর্তারা এতই বাজে ব্যবহার করে যাতে তাদের পারিবারিক শিক্ষা প্রকাশ পায়। গাধার মতন বই পড়লেই মানুষ হওয়া যায় না।বিসিএস হলেও এদের দ্বারা কখনও দেশ ও নাগরিকদের উন্নয়ন হচ্ছে না।দয়াকরে ২০/৩০ টি দেশে সরাসরি দেখুন।কিভাবে নাগরিকদের সেবা দিচ্ছে।যেখানে আপনাদের চেয়েও অধিক যোগ্যতা সম্পন্ন অফিসার গুলো নাগরিক সেবায় নিজেরাই চেয়ার থেকে দাড়িয়ে যায় এবং সর্বোচ্চ সম্মান দেখিয়ে তাকে তার সেবা প্রদান করে।এমনকি ঐ নাগরিক একজন রাস্তার ময়লা পরিস্কারকারী হলেও তাকে সবাই সম্মান করে।
মনে রাখতে হবে এটা আমলা কামলাদের দেশ নয় বরং জনগণের বাংলাদেশ তাই কোথাও অপদস্ত হলে তার দ্বায়ভার আপনাদেরকেই নিতে হবে।