ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র হাফিজুর রহমান কে হত্যা করেছে সরকার বাহিনী

ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র হাফিজুর রহমান কে হত্যা করার পর আত্মহত্যা বলে প্রকাশ।

ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র হাফিজুর রহমান কে হত্যা করেছে সরকার বাহিনী

ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র হাফিজুর কে হত্যা করা হয়েছে সরকারের বিশেষ বাহিনী দিয়ে। শহীদ মিনারের পিছনে লাশটি ফেলে রেখেছিল। কিন্তু সরকার এটাকে আত্মহত্যা বলে প্রকাশ করছে।হাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক মুকাভিনয় সংগঠন মাইম এ্যাকশানের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।শাহবাগ থানার ওসি বলেছে ১৫ মে রাতে ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের সামনে ভ্রাম্যমাণ ডাবের দোকান থেকে দা নিয়ে তা দিয়ে নিজের গলায় কোপ দিয়েছিলেন হাফিজুর। কোপ দিয়ে তিনি শহীদ মিনার এলাকার দিকে দৌড় দেন। এসময় তিনি বারবার বলছিলেন, ‘আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। পরে সেখানে দায়িত্বরত শাহবাগ থানার এসআই আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রিকশায় উঠিয়ে ঢাকা মেডিকেলে নেওয়ার চেষ্টা করেন। তখন তিনি রিকশা থেকে লাফ দিয়ে নেমে পড়েন এবং বলতে থাকেন, ‘আমি চিকিৎসা করব না, আমাকে মাফ করে দাও।’ পরে অন্য লোকজনের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
পুলিশ ও সরকারের কাছে প্রশ্ন:- 
১) কেও যদি দা দিয়ে নিজের গলায় কোপ দেয় তাহলে সে স্বাভাবিক ভাবে লাফ দিয়ে রিক্সা থেকে নেমে কথা বলতে পারে? 
২) ৯ দিন নিখোঁজের পর তার লাশ কিভাবে শহীদ মিনারের পিছনে পাওয়া গেল এবং তার পা ও শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন গুলো কিশের? 
৩) ঢাকা মেডিকেলের সামনে সিসি ক্যামেরা আছে যদি আপনাদের দেওয়া তথ্য সঠিক হয় তাহলে ভিডিও ফুটেজ প্রকাশ করুন।আমরা দেখতে চাই কিভাবে ডাবের দোকান থেকে দা নিয়ে নিজের গলায় কোপ দিয়েছে⁉️

আপনারা আর কত নাগরিক হত্যা করে আত্মহত্যা কিংবা চুরির নাটক দেখাবেন?
কোথায় এখন ছাত্র সংগঠন গুলো? যারা নিজেদের অধিকার রক্ষা না করে ডিজিএফআই এর টাকা নিয়ে চলছে তাদের পরিণতি একদিন এমন যেন না হয় ।এই হত্যার তদন্ত ও বিচার আবরার কিংবা অন্যদের মতই হবে।যতক্ষণ সন্ত্রাসী ও মাফিয়া সরকার থাকবে ততক্ষণ দেশের কেও নিরাপদে থাকতে পারবে না।সকল হত্যার বিচার করা হবে ইনশাআল্লাহ।

Content Source:  

ড. রাজু আহমেদ দিপু Facebook থেকে নেওয়া।

বি: দ্র: bengalipress.com বাংলাদেশের প্রথম ডিজিটাল সংবাদ মাধ্যম যাতে যে কেউ বিনামূল্যে নিবন্ধন করতে পারবে এবং যে কোনও সংবাদ প্রকাশ করতে পারবে।এখানে কোনও মতামত, অভিযোগ, দুর্নীতি বা অপরাধ মূলক তথ্য একটি স্বাধীন উপায়ে প্রকাশ করতে পারবেন। এটি ওয়েবসাইট এবং IOS বা ANDROID অ্যাপ্লিকেশন গুলো থেকে যে কেও ভিডিও, অডিও বা ব্যক্তিগত ব্লগ প্রকাশ করতে পারবে।প্রথমে সাইন আপ করুন এবং আপনার ইমেইল চেক করে আইডি verified করুন।দেশের জন্য এবং আপনার জন্য লিখুন যেন অপরাধ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশে সকলেই নিরাপদে বসবাস করতে পারে। : news@bengalipress.com